সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ের পর বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তা ও ভক্তরা উষ্ণ অভ্যর্থনা ও উল্লাসের মাধ্যমে তাদের এই অসাধারণ সাফল্য উদযাপন করেছেন।
দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বাফুফে কর্মকর্তারা খেলোয়াড়দের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান। টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মাধ্যমে অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন তারা।
কাঠমান্ডুতে বুধবারের ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্ট জুড়ে তারা অপরাজিত ছিলেন। ২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ৩-১ গোলে জিতে তাদের প্রথম শিরোপা অর্জন করেন।
টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেতাব পেয়েছেন ঋতু পর্ণা চাকমা এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রুপনা চাকমা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে উল্লাস শোভাযাত্রা বের করে দলটি মতিঝিলে বাফুফের প্রধান কার্যালয়ের দিকে যাত্রা করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে খোলা ছাদে বাসে ভ্রমণ করেন এবং সাফ ট্রফি প্রদর্শন করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আয়োজনে আজ বিকেলে এক বিশেষ সংবর্ধনার মাধ্যমে দলটিকে সম্মানিত করা হবে। বিকেল ৫টায় বাফুফের প্রধান কার্যালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার কথা।